ফাউন্টেন পেন যদি নিয়মিত ব্যবহার করা না হয় তাহলে সেটা পানি দিয়ে পরিষ্কার করে টিস্যুতে মুড়িয়ে শুকিয়ে একটি সেফ জায়গায় রেখে দেয়া ভালো। নাহলে কি কি সমস্যা হতে পারে…
১। অনেকদিন পরে কালি পরিষ্কার করতে গেলে এর ভেতরে জমে থাকা কালি বের হতে অনেক সময় নেয়। তাড়াহুড়ো করে কালি চেঞ্জ করতে গেলে নতুন কালির রং মিক্স হয়ে অন্য রং চলে আসে।
২। নিব যদি মিডিয়াম কোয়ালিটির হয় তাহলে জং ধরে নষ্ট হয়ে যেতে পারে।
৩। ফিড জ্যাম হয়ে নষ্ট হয়ে যেতে পারে।