আমি কিছুদিন হল ভাবছি Nokia 6300 এবং Nokia 8000 এর প্রাইস টা জেনে আসব। নেটে দেখেছি তবুও একটা বিষয় খটকা লাগলো। গিয়ে দেখি এই দুই টা ফোনের কাছাকাছি ফিচার থাকা সত্বেও দামের অনেক অনেক ডিফারেন্স। মেইনলি এই ব্যাপারটা নিয়েই পোস্ট টা করা। এখানে আমি দুইটা ফোনের পার্থক্য দেখাচ্ছি।
Parameters | Nokia 6300 | Nokia 8000 |
Image | ![]() | ![]() |
Display | Size: 2.4 inch Resolution: QVGA | Size: 2.8 inch Resolution: QVGA |
Official Price | $69.99(6090 Taka) | $80$(6960) |
Camera | VGA(With Flash) | 2 MP(With Flash) |
Battery | 1500 mAh, Removable | Same |
Connectivity | Features: WhatsApp messaging only (No Audio/Video calling) Headphone jack: 3.5 mm Location: GPS/AGPS, GLONASS USB connection: Micro USB (USB 2.0) WiFi: 802.11 b/g/n | Same |
Memory & storage | Internal storage: 4 GB MicroSD card support up to: 32 GB RAM: 512 MB | Same |
OS | Kai OS | Same |
CPU | QC8909 (SnapDragon 210) | Same |
SIM size | Nano | Nano |
Bluetooth | 4.0 | 4.0 |
In the box | -Micro USB Charger -Quick Start Guide -Removable Battery | -Headset -Micro USB Charger -Quick Start Guide -Removable Battery |
তো এই ছিল পার্থক্য। কিন্তু বাংলাদেশে এর দামের বেশ কিছু সমস্যা আমি দেখলাম। প্রথমতঃ এখানে একদল লোক আছে যারা Nokia 6300 মাত্র ২৫০০/- টাকায় বিক্রি করছে। আমি দোকানে গিয়ে চেক করে দেখি সেটা ছিল মাস্টার কপি। ওটাতে কাই ও এস থাকলেও কোন ওয়াইফাই ছিল না। এছাড়াও ডিসপ্লে তেও সমস্যা মনে হয়েছে। Nokia 8000 এর প্রাইস ছিল ৮৫০০/- আর Nokia 6300 Original টার প্রাইস ৫৫০০/- । এই সামান্য কয়টা পার্থক্যর জন্য এত দামের ডিফারেন্স না করলেও পারত। তবে নোকিয়া ফোন এর এরকম মাস্টার কপি প্যাকেজ সহ পাওয়া যাচ্ছে এটা বেশ খারাপ লাগলো।