আমাদের আশেপাশে এরকম অনেক অনেক টেক আপডেট হচ্ছে। যেমন ৩ জি ৪ জি ইত্যাদি। আসলে এগুলার ব্যাপার কিরকম?
এইগুলো টেলিকম সিন্ডিকেট এর ব্যাপার ।আপনি যখন একটা ডিভাইস মার্কেটে অনেকদিন ধরে প্রডিউস করছেন সেটার চাহিদা একটা না একটা সময় শেষ হয়ে যাবেই সেটা যতই টেকসই বা ভাল হোক না কেন। কারণ পৃথিবীতে মানুষের সংখ্যা নির্দিষ্ট। এখন টেলিকম যদি নতুন নতুন টেকনোলজি না বানায় তাহলে এগুলা বিক্রিও হবে না আর সাথে সাথে এই টেলিকম কোম্পানী গুলাও লস খাবে। এখানে সিন্ডিকেট প্রসেস টা এরকমঃ
১। একটা চাহিদা বানানো (সেটা গেম দিয়েও শুরু হতে পারে)
২। এরপর সেটাকে কেন্দ্র করে তাদের প্ল্যান বুক থেকে একটা স্ট্র্যাটেজি লঞ্চ করা।
৩। প্রোডাক্ট বানানো এবং মার্কেটিং।
৪। বিক্রি করা।
৫। আবার ১ নাম্বার এ যাওয়া।
আপনি চিন্তা করে দেখুন বাংলাদেশের মত একটা দেশে যেখানে অনেকেই এখন ওয়াইফাই ইউজ করে সেখানে ৩জি ৪ জি এগুলার কি দরকার আছে?
দরকার আছে। কিন্তু সেটার লিমিট কতটুকু? এটা কে ৫ জি পর্যন্ত নিয়ে যাওয়ার কোন দরকার আছে কিনা? ৩ জি যেটা দিচ্ছে সেটার কোন আপগ্রেড করলে ৪ জি এর চাহিদা পূরণ করা সম্ভব কিনা? কারণ আমরা জানি কেওই মোবাইলে জিবি জিবি ডেটা ডাউনলোড করে কাজ করে না। মোডেম হলেও না। কারণ এই গুলার কস্টিং অনেক বেশি হয়। যারা টেক জায়ান্ট আছেন তাদের উচিৎ এই ব্যাপাওগুলি ক্ষতিয়ে দেখা।