ডেভেলপার কেলেংকারী এবং … Chapter 2

ওয়ার্ডপ্রেস এর এই রমরমা বিজনেসে জয় যেটা করছে সেটা বেশ মজার একটা ব্যাপার। আমরা অনেকেই দেখেছি যে ওয়ার্ডপ্রেস আসলে খুব বড় একটা ওয়েব এপ এর মত কাজ করতে গিয়ে বেশ কিছু ঝামেলা করে ফেলে। কেন ঝামেলা করে এর ব্যাপারে বলতে গেলে আমাদেরকে একটু ভেতরে যেতে হবে।

ওয়ার্ডপ্রেস একেবারে শুরতে এরকম ছিল না। এদের ফ্রেম ওয়ার্ক ছিল ব্লগ ওরিয়েন্টেড। এরা সব কিছু পোস্ট এর মাধ্যমে করতো। কিছুটা গুগলের ব্লগারের মত। কিন্তু যখন এটাতে প্লাগ ইন এর ব্যবহার শুরু হয় তখন থেকে এটাতে অনেক রকম এপ্লিকেশন ফাংশনালিটি এড হয়। কিন্তু তারপরেও এটাতে ব্লগ ফাংশন টি থেকেই যায় এবং ডেটাবেজ অপ্টিমাইজেশনের সমস্যার কারণে এতে কাজ করা বেশ সমস্যাজনক হয়ে যায়।

দুনিয়ার সমস্ত ক্লায়েন্ট রা যেখানে সোর্স নিতে গেলে ভয়ে থাকতো সেই টাকে তারা তখন নিজের বাপের সম্পত্তি মনে করা শুরু করল শুধুমাত্র এই ওয়ার্ডপ্রেসের জন্য। কারণ ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন তখন সব জায়গায় পাওয়া যাচ্ছে খুব কম টাকায়। হোক সেটা চুরি করা সোর্স। সবার মাথায় ঢোকা শুরু হল সোর্সের দাম কম। এভাবে যারা অনেক কষ্ট আর শ্রম দিয়ে একটা এপ্লিকেশন ডেভেলপ করছে সেটা আর কারো মাথাতেই থাকলো না।

আমি দুইটা কমন ক্রাইটেরিয়া নিয়ে একটু আলোচনা করি।

১। সোর্স কেন দিবেন না?
২। সোর্স কেন কিনবেন না?

এই দুইটা কোয়েশ্চেন এর এন্সার মেবি পাওয়া কষ্ট। তারপরেও আমি এই প্যারাডক্স টা একটু বুঝানোর চেষ্টা করি।

আমরা যারা ডেভেলপার রা আছি তারা অনেক কষ্ট করে শ্রম দিয়ে এই সোর্স গুলা তৈরী করি। এই সোর্স যদি হাত থেকে একবার বের হয়ে যায় তাহলে বেশ কিছু সমস্যা হয়ঃ

=> সোর্স বেহাত হয়ে এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে। এতে করে বিজনেস লজিক ক্ষতিগ্রস্থ হয়।
=> ক্লায়েন্ট সোর্স প্রকাশ করে দেন।
=> সোর্স মডিফাই করে ফেলেন।
=> সোর্স নানান জায়গায় বিক্রি করে ফেলেন

জেনারলি যারা বিজনেস এর সাথে রিলেটেড এরা কম বেশি কেওই একটা সফট ওয়ার কে একটা প্রোডাক্ট হিসেবে দেখে না। এরা সফট ওয়ার কে শুধু একটা হেল্পার মিডিয়াম হিসেবে দেখে। এই জন্য কোন ক্লায়েন্ট সোর্স কিনতে চান না, আর কিনতে চাইলেও অনেক কমে কেনার জন্য ট্রাই করেন। যেটার সাথে ডেভেলপাররা এগ্রি করেন না।

এর ফলাফল আমরা জানি। সেটা হল ক্লায়েন্ট ডেভেলপারদের ক্ল্যাশে পড়ে কেওই ভাল করে একটা সফটওয়ার বানাতে পারেন না।

জয়কে কি আমরা এই চ্যাপ্টারে আনবো? নাহ থাক ওকে পরে আনি। ও কাজ শিখছে শিখুক।

চ্যাপ্টার ১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *