ডেভেলপার কেলেংকারী এবং … Chapter 1

আমরা ছিলাম ক,খ এবং চ,ছ এর বক্তব্যে। কথা ছিল এদের দুই গ্রুপকে আমরা একটা জায়গায় নিয়ে আসব। এদেরকে আমরা একটা মার্কেট প্লেসে নিয়ে আসি। দেখি কি ঘটনা ঘটে।

চ- আমাদের প্রজেক্ট টা কোনভাবেও ৫০০০/- এর নিচে বিক্রি করা সম্ভব না। আমরা যেটার সাথে কম্পিট করতে গেছি সেটার সোর্স অলরেডি কারা যেন ২,০০০/- দিয়ে বিক্রি করে দিয়েছে। সমস্ত ক্লায়েন্ট রা অইটাই নিচ্ছে আর ইউজ করছে।
ছ- এইভাবে পেটে লাথি মারার মানে কি? আমরা এতদিন কষ্ট করে এই ২,০০০/- টাকায় ফুল স্ক্রিপ্ট বেচে দেব? কি বিপদ। এইভাবে কি কাজ চলবে?

আমাদের ডেভেলপার প্যানেলে অনেকেই এরকম আছেন যারা এসমস্ত অনেক চুরি চামারী করে থাকেন। কিন্তু তারা জানেও না যে এরকম জঘন্য কাজের প্রভাব মার্কেটের কোন জায়গা পর্যন্ত পড়ে।

একটা ফ্লো দেখিয়ে দেই। আপনি একটি স্ক্রিপ্ট কোন ভাবে জোগাড় করে সেটা দিয়ে ক্লায়েন্ট কে সার্ভিস দিচ্ছেন খুব কম টাকায়। এখানে ক্ষতি হয় বিভিন্নঃ

১। ক্লায়েন্ট এবং পরে যারা ক্লায়েন্ট হিসেবে সেবা নেবেন তারা মনে করতে থাকেন যে এগুলি তো কম টাকাতেই পাওয়া যায়। এই জন্য তারা ন্যয্য দামে কোন সার্ভিস নিতে চান না।
২। যারা আসলেই এপ্লিকেশন বা প্লাগিন ডেভেলপ করেন তারাও কাজ বন্ধ করে দিয়ে নাল স্ক্রিপ্ট এর দিকে ঝুকতে থাকেন। এত সময় কই এইসব করার জন্য।

সর্বোপরি মার্কেটের ব্যালান্স নষ্ট হয়ে যায়। কিন্তু এখানে ক্লায়েন্ট দেরও দোষ কম নেই। ক্লায়েন্ট মাঝে মাঝে এমন কিছু রিকোয়ারমেন্ট করে বসে যেটা না পারা যায় রিজেক্ট করা না যায় এক্সেপ্ট করা। এছাড়াও সোর্স নিয়েও ক্ল্যাশ বাধে। তারা এমন দামে সোর্স চান যেন বাজারে বালতি কিনতে গেছেন। এছাড়াও ক্লায়েন্ট সোর্স নিয়ে গিয়ে সোর্স এবিউজ করে এরকম কত হাজার হাজার ঘটনা তো আছেই।

"এ মার্কেটপ্লেসে আছে দূর্ভোগের নানা আকার প্রকার, অর্ধেক তার করেছে ক্লায়েন্ট অর্ধেক ডেভেলপার।"

এবারে আমরা জয়ের কাছে যাব। সেই ছেলে এখনও কাজ শিখে যাচ্ছে। এই ছেলেকে বলা হয়েছে অনেক ভাল ভাবে কাজ শিখতে হবে। কিসের নেশায় এই ছেলে কাজ শিখছে কে জানে। যেখানে চ এবং ছ কোন কিছুই করতে পারছে না, ক এবং খ এর মত লোকজন মার্কেট নষ্ট করে চলে যাচ্ছে সেখানে সে কি করবে? আমরা পরের চ্যাপ্টারে দেখি কিছু করা যায় নাকি তাকে নিয়ে।

চ্যাপ্টার ০

One thought on “ডেভেলপার কেলেংকারী এবং … Chapter 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *