---হামিমকে ধন্যবাদ আমার সাথে কনভার্সেশন কন্টিনিউ করার জন্য
--কিছুকথা--
৮ বছর ধরে অনেক কিছুই দেখছি। এখন মনে হচ্ছে এই ডেভেলপার প্লাটফর্মের কিছু করা লাগবে। আমাদের একটি গল্প দরকার। একটা গল্প যেটা আমাদের ভূলগুলো দেখিয়ে দেবে চোখে আংগুল দিয়ে।
Chapter 0- একটি মিথ্যার শুরু
জয় তখন এস এস সি দিচ্ছে। তার অনেক শখ সে প্রোগ্রামিং শিখবে। কিন্তু শেখার মত অবস্থা ছিল না। এরপরেও কিভাবে কিভাবে এখান সেখান থেকে মোবাইলের মাধ্যমে সে অনেক কাজ শিখেছিল। মূলতঃ ওয়েব ডেভেলপমেন্ট দিয়েই সে কাজ শুরু করে। এরপরে অনেক গুলো বছর সে এইগুলি শিখে এবং নিজেকে আস্তে ধীরে তৈরী করে।
জয় এর রিলেটিভস এর মধ্যে তেমন কেও এই সেক্টরে নেই। তাই তাকে গাইড করার মত কেও নেই। সে একা একা যতটা পেরেছে ততটা করেছে। তখন ওয়ার্ডপ্রেস এর অনেক মার্কেট ডিমান্ড। সবাই তখন টেমপ্লেট ডিজাইন এর কাজ করে মোটা টাকা কামাচ্ছে এরকম শোনা যেত। তাই জয় অনেক ভাল করে ডিজাইন শিখে কাজ শুরু করতে গেছিলো। সে এত দেরী করে ফেলে যে মার্কেট প্লেসে কম্পিটিশনে টিকতে পারে নাই। ফলে তাকে নানান জায়গায় কাজ খুজতে হয়েছে। কখনও কাজ পেয়েছে কখনো পায় নি। কিন্তু সে বসে থাকে নি। সে কাজ শেখা বন্ধ করে নি।
তখনও প্লাগিন বানানোর চল আসে নাই। ওয়ার্ডপ্রেস এর ব্যবহার যখন ফুলে ফেপে উঠল আর কম্পিটিশন বাড়ল তখন আসলো প্লাগ ইন বানানোর চল। সবাই পড়ে ছিড়ে প্লাগিন বানানো শেখা শুরু করল। অনেকেই এগুলা বানিয়ে ছাড়লো বিভিন্ন মার্কেট প্লেসে।
আমরা জয়ের কাছে আসি। সে তার ছোট্ট বুদ্ধিতে তখন এত কিছু আঁটাতে পারে নাই। তাই তখনও অব্দি সে কাজ শিখে যাচ্ছে। আশা ছিল আরো ভাল কিছু করবে। কিন্তু তারপরেও সে কাজ পাচ্ছে না।
আমাদের মাথায় একটা মিথ্যা ঢুকিয়ে দেয়া হয়। ভাল করে কাজ শিখতে হবে। কিন্তু প্রশ্ন হল কত ভাল ? কোন কোন জায়গায় ভাল? আমাদের কে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট এ ভাল কাজ শিখতে ,কিন্তু মার্কেট প্লেস সম্পর্কে কোন আইডিয়া দেয়া হয় না।
এখন এই গল্পে জয় এর কি অবস্থা হবে? জয় এর ব্যাপারে আমরা পরে কথা বলব। তার আগে আমরা চার জনের কথা শুনে নেই। প্রথম দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছেঃ
ক- দোস্ত একটা কাজ পাইছি।
খ- কি কাজ?
ক- একটা প্লাগ ইন এর কাজ।
খ- প্লাগিন কেমনে বানাবি?
ক- আরে পাগল এখন এইসব বানানো লাগে নাকি? সব নাল পাওয়া যায়।
খ- সেটা আবার কি জিনিস?
ক- কেও একজন কিনে সেটা মার্কেটে ছেড়ে দেয়।
খ- লাইসেন্স ঝামেলা করে নাতো?
ক- ক্র্যাক করা থাকে।
খ- তাহলে তো কাজ করা যায়। ক্লায়েন্ট কত দিবে?
ক- ২ হাজার টাকা।
খ- আচ্ছা তাহলে তুই ক্র্যাক ফাইল টা নিয়ে আয় আমি দেখি কাজ শুরু করি। আমাদের তো আর বানানো লাগছে না। যা পাচ্ছি তাই লাভ।
এবারে আসি অন্য দুই বন্ধুর কথায়ঃ
চ- গতকাল প্লাগ ইন এ জেকুয়েরির কাজটা দিছিলাম সেটা করেছিস?
ছ- করেছি। পুরাই মাখন কাজ করে। তুই ব্যাক এন্ড থেকে সব রেডি করেছিস?
চ- হ্যাঁ করেছি। তোর ফাইলটা একবার চেক করতে হবে। আচ্ছা দেখি চেক করে কি অবস্থা।
১ ঘন্টা পর।
ছ- এইটা তো পুরাই মাখন রে। আগের বার কি ছাতা বানাইলাম সেই জিনিস থেকে ত অনেক ফাস্ট কাজ করে। এইটার দাম কত রাখা যায় বলতো?
চ- এইটা ১০,০০০/- করে রাখি।
ছ- এত তে কেও নেবে?
চ- নিতেই হবে। এই জিনিস অনেকেই নিতে চাইবে। আমরা এনভাটোর টপ ডেভেলপারদের থেকেও অনেক ভাল জিনিস বানিয়েছি।
Chapter 1 Loading