কোর্স সবই লাইভ করানো হবে। এবারে ফি এর ব্যাপারে কিছু বলি। আমাদের বেসিক কোর্স সবই ৩০০০/- করে দুই মাসে। যদি ব্যাচে পড়েন তাহলে আরো কিছু কম। আপনাকে সব টাকা একবারে দিতে হবে এরকম না। আপনি অর্ধেক এডভান্স নিয়ে ক্লাস শুরু করবেন। এরপর পরের মাসের শুরুতে আবার দিবেন। এর মধ্যে যদি আপনি মনে করেন যা শিখেছেন সেটা দিয়েই আপনি কাজ করতে পারবেন তাহলে আপনি বাদ দিতে পারবেন। এ ব্যাপারে কো বাধা ধরা নেই।
আপনার প্রগ্রেস রিপোর্ট সেভ থাকবে আমার কাছে। পরের বার কন্টিনিউ করতে গেলে বা কোর্স স্কিপ করে এডভান্স কোর্স করতে চাইলে এক্সাম দিতে হবে। কোর্স শেষে একটা প্রগ্রেস রিপোর্ট দেয়া হবে।
1 thought on “কোর্স ফি এবং অন্যান্য”