কেমন আছেন সবাই? এই পোস্টে আপনাদের কে আমি অনলাইন কোর্স এর ব্যাপারে কিছু বলতে চাই। এর আগের পোস্ট গুলি তে আমি আয় করা এবং শেখার ব্যাপারে অনেক কিছু বলেছি। এবারে আমি কোর্স নিয়ে কথা বলতে চাই। (যারা প্রাইভেট কোর্স এ আগ্রহী নন তারা এটা ইগ্নোর করতে পারেন)
এখন কার সময়ে কোর্স এর ব্যাপারগুলি খুব উদ্ভট। কেও একজন ভিডিও করে কোর্স বিক্রি করেন সেটা দিয়ে চলে কোর্স বিজনেস। তো যাই হোক এটা তাদের ব্যাপার। আমার কথা হচ্ছে আপনি কোর্স করতে গিয়ে যদি কোথাও আটকে যান আপনি তাহলে কার কাছে সেটা সলিউশন করে নেবেন? কাকে জিগেস করবেন? সবি তো একরকম ভাবে ক্লাস করতে পারেন না।
আমি যে কোর্স সিস্টেম টি করেছি সেটা হল স্পন্টেনিয়াস সলিউশন।এটা হবে লাইভ কোর্স। আপনার কোন সমস্যা হলে আপনি জিগেস করবেন এবং এটার উত্তর কোর্স এর টপিক সংস্লিষ্ট হলে আপনাকে বুঝিয়ে দেয়া হবে লাইভে।
ধরেন আপনি কোর্স করতে করতে ভাবলেন আপনার সমস্যা সমাধান হয়ে গেছে। আপনি হয়ত একাই কাজ করতে পারবেন। আপনাকে পুরা ফি দেয়া লাগবে না। আপনার কাছ থেকে মাসে মাসে ফি নেয়া হবে। টোটাল কোর্সের টাকা একবারে নেয়া হবে না।
এই কোর্স করার পর আপনি কি কি করতে পারবেন?
যেকোন ধরণের প্রব্লেম সলভ এবং ব্যবহারিক কর্মদক্ষতা। আপনি দুই মাসে যে এক্সপেরিয়েন্স গেদার করবেন সেটা দিয়ে আপনি অনেক কিছু তৈরী করতে পারবেন।
আমার কোর্স গুলি হচ্ছেঃ
১। ওয়েব ডিজাইন(বুটস্ট্র্যাপ,সি এস এস , জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ড)
২। ওয়েব ডেভেলপমেন্ট (পি এইচ পি,নোডজে এস)
৩। হার্ডওয়ার প্রোগ্রামিং (মাইক্রোকন্ট্রোলার)
৪। এবং এগুলির এডভান্স কোর্স বিভিন্ন মেয়াদে।
এডভান্স কোর্সের ক্ষেত্রে এক্সাম দিয়ে উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে বেসিক কোর্স আপনাকে সহায়তা দেবে। কেও যদি সম্পূর্ণ কোর্স শেষ করেন তাহলে তাকে প্রোগ্রেস রিপোর্ট দেয়া হবে।
আপনাদের কোন কোয়েশ্চেন থাকলে আমার পেজে জানাতে পারেন।
ফেসবুক পেজঃ Shohan’s Lab
এছাড়াও আমার ইউটিউব চ্যানেল টি ঘুরে আসতে পারেন। আপনাদের কোন সাজেশন আমার একান্ত কাম্য।
ভাল থাকবেন।
Recent Comments